নাটোরের লালপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ তিন শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলানের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে নাটোর থেকে পাবনা যাবার পথে কদিমচিলানে ট্রাকটি(কুষ্টিয়া ট ১১-০১৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় ট্রাকের চালক পালিয়ে যান।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে পড়া নিহতদের মরদেহ উদ্ধার করে বলেও তিনি উল্লেখ করেন।
নিহতরা হলেন- ট্রাকের হেলপার হাফিজুর রহমান(২৩) এবং শ্রমিক আল মামুন(২২) ও আল আমিন(২০)। নিহতদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
কে/